বরিশালে বৃদ্ধা মাকে নির্যাতন ও বাসা থেকে বের করে দেয়ার অভিযোগ মেয়ের বিরুদ্ধে

বরিশালে কলেজ শিক্ষক মেয়ের বিরুদ্ধে বৃদ্ধা মাকে শারীরিক নির্যাতন করে বাসা থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। দুই বোনের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে দখল পাকাপাকি হয়ে যাওয়ার আশংকায় মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে ফেলে দেয়ার অভিযোগ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দক্ষিণ আলেকান্দা ১৩ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে বৃদ্ধা মাকে নানাভাবে হেনস্তা করার ঘটনায় কোতয়ালী মডেল থানায় অভিযোগ দেয়া হলেও কোন প্রতিকার পাননি তিনি।
নির্যাতনের শিকার বৃদ্ধার নাম রিজিয়া বেগম (৬৫)। তিনি ওই এলাকার মৃত হাসেম গাজীর স্ত্রী। তার ৪ মেয়ে এবং দুই ছেলে। অভিযুক্ত নির্যাতনকারী বৃদ্ধার বড় মেয়ে উন্মে সালমা ফেরদৌসি ঝালকাঠী ইনন্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির শিক্ষক এবং ঝালকাঠীর কুমারপট্টি এলাকার আবু সাঈদ খানের স্ত্রী।
নির্যাতনের শিকার বৃদ্ধা জানান, তার বড় মেয়ে কানাডা প্রবাসী দেলোয়ারা বেগম কাজীপাড়ায় জমি ক্রয় করে একতলা ভবন নির্মাণ করে তাকে থাকতে দিয়েছে। বড় মেয়ে উন্মে সালমা ফেরদৌসি পাশেই এক শতাংশ জমি কিনে ওই বাসায় বসবাস করছে। ধীরে ধীরে বড় মেয়ে ওই ভবনের মালিকানা দাবি করছে। বাড়ি দখলে নিতে গত ৩১ ডিসেম্বর বড় মেয়ে ফেরদৌসি তাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। স্থানীয়দের সহায়তায় ফের ঘরে ওঠেন তিনি। এ ঘটনায় তিনি কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের বিচার না হতেই সবশেষ গতকাল শনিবার সকালে ফের তাকে ঘর থেকে বের করে দেয় বড় মেয়ে ফেরদৌসি। গতকাল সকালে তিনি দুপুরে রান্নার জন্য তরকারী কাটছিলেন। এ সময় বড় মেয়ে ফেরসৌসি তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। সন্ধ্যা পর্যন্ত তিনি একটি চেয়ার নিয়ে ঘরের সামনে বসেছিলেস বলে জানান তার ছোট ছেলে মো. মিজান গাজী।
তবে মাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বড় মেয়ে উন্মে সালমা ফেরসৌসি। ভাই-বোনেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, মাকে নির্যাতনের ঘটনা দুঃখজনক। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।